
ছবিঃ সংগৃহীত
গাজা উপত্যকায় মানবিক সহায়তা পুনরায় চালু করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সিএনএনকে দেওয়া এক ইসরায়েলি সূত্র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা। সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এমন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা হামাসকে বাইপাস করবে। সংশ্লিষ্টরা বলছেন, এই বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এই উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে, যখন ইসরায়েল গাজায় তৃতীয় মাসে পা দেওয়া পূর্ণ অবরোধ বজায় রেখেছে। গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছিলেন, "আমাদের গাজার প্রতি সদয় হতে হবে।"
পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, সহায়তা পাঠানোর প্রক্রিয়াটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা হামাস বা ইসলামিক জিহাদের হাতে না পড়ে। এ লক্ষ্যে একটি বেসরকারি ফাউন্ডেশন এই সহায়তা ব্যবস্থাপনা ও সরবরাহের দায়িত্বে থাকবে।
তিনি আরও বলেন, "নিরাপত্তা নিশ্চয়তা এখন প্রতিষ্ঠিত। ইসরায়েল নিরাপদ থাকবে, হামাস কিছু পাবে না এবং গাজাবাসীরা প্রয়োজনীয় সহায়তা পাবে।"
এই ব্যবস্থাপনাকে তিনি "সৃজনশীল চিন্তার" ফল হিসেবে উল্লেখ করেন, তবে এটির বিস্তারিত কাঠামো কিভাবে কাজ করবে, তা জানাননি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই নতুন ফাউন্ডেশনের কাঠামোর সঙ্গে কাজ করবে, যাতে সহায়তা হামাসের হাতে না পড়ে।
সূত্রঃ সিএনএন
ইমরান