
পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমান বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিক ও আন্তর্জাতিক নেতারা। বুধবারের এই হামলায় অন্তত আটজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ অন্তর্ভুক্ত।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “চতুর শত্রু কাপুরুষোচিতভাবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে। ভারতের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে এবং শক্ত জবাব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের জনগণ এবং সশস্ত্র বাহিনী একত্রিতভাবে এই আগ্রাসনের মোকাবিলা করছে। জাতির মনোবল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের সৈনিকেরা ভালোভাবেই জানে কীভাবে শত্রুকে প্রতিহত করতে হয়।”
প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, “শত্রুর দুষ্ট উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন দ্যুজারিচ বলেন, “নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক পদক্ষেপে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছেন তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব কোনোমতেই মেনে নিতে পারবে না।”
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, “এই ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবেই। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী, বিশেষ করে বীর বিমান বাহিনী, দৃঢ় সংকল্পে জবাব দিচ্ছে। কোনো রকম দুঃসাহসই ছাড় পাবে না। পাকিস্তান ঐক্যবদ্ধ।”
বিলাওয়াল আরও বলেন, “মুরিদকে, বাহাওয়ালপুর, কোটলি এবং মুজাফফরাবাদে নিরীহ নাগরিকদের ওপর হামলা সরাসরি যুদ্ধ ঘোষণা। শিশু ও নারীদের লক্ষ্যবস্তু করা শক্তি নয়, বর্বরতা।”
তিনি বলেন, “প্রতিটি আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে। আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না। পাকিস্তান একতাবদ্ধ, সাহসী ও প্রস্তুত।”
প্রথম মহিলা আসিফা ভুট্টো
প্রয়াত বেনজির ভুট্টোর কন্যা আসিফা ভুট্টো ভারতীয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই কাপুরুষোচিত হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। উদ্দেশ্যমূলকভাবে নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।”
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, “পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষা করা আমাদের ঈমান ও শপথের অংশ।”তিনি বলেন, “ভারতীয় বাহিনীর হাতে নিরীহ মানুষের রক্ত ঝরেছে, এটি আমাদের ওপর ঋণ হয়ে রইল। পাকিস্তান সেনাবাহিনীর পাশে পুরো জাতি দাঁড়িয়ে আছে।”
মুখ্যমন্ত্রী জানান, এই হামলার প্রেক্ষিতে পাঞ্জাব প্রশাসনে জরুরি প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, “ইনশাআল্লাহ, বিজয়ই আমাদের ভবিতব্য।”
সূত্র:জিও নিউজ
আফরোজা