
ছবি: জনকণ্ঠ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত একটি সড়ক উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
প্রশাসক বলেন, “প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোকে ৩০ ফিট করে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এই মূলসড়কগুলোকে ৭০ থেকে ১০০ ফুট প্রশস্ত করা হবে।” তিনি আরও জানান, নতুন ১৮টি ওয়ার্ডের সাথে সংযুক্ত এয়ারপোর্ট রোডের তিনটি রেলক্রসিংয়ে আগামী অর্থবছরে তিনটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে।
তিনি উল্লেখ করেন, উন্নয়ন কাজের প্রথম ফেইজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেসব রাস্তায় ড্রেনেজ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, “রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিক্সা প্রস্তুত করা হচ্ছে। অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে বৈধ লাইসেন্সধারী নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সাকে চলাচলের অনুমতি দেওয়া হবে। এছাড়াও নির্ধারিত ভাড়া চার্ট ও পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
রবিউল