ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ছেলের অস্ত্রের আঘাতে মা আহত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

প্রকাশিত: ০৮:৫৭, ৭ মে ২০২৫

ছেলের অস্ত্রের আঘাতে মা আহত

ছেলের চাইনিজ কুড়ালের আঘাতে মা ছটফট করছে হাসপাতালে। বাড়ির জায়গা জমি লিখে দিতে রাজী না হওয়ায় নিজের মাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে শাহ পরান নামের এক বখাটে এক। ছেলের চাইনিজ কুড়ালে আহত মা হাসি বেগম (৪৮) হাসপাতাল বেডে ছটফট করছেন তীব্র যন্ত্রণায়। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রাম। এঘটনায় আহত মা হাসি বেগম, ছোট বোন আখি ও  আকলিমা বেগম আহত হওয়ায় তাদের তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। 

এদিকে স্ত্রীসহ নিজের পরিবার-পরিজনকে আহত করার ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পিতা ছাদেক মাতুব্বর। অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

আফরোজা

×