ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

যে আবেগ নিয়ে ৫ মে’র সমাবেশে গিয়েছিলাম, নেতারা তার দাম দেয়নি : মীর হুযাইফা আল মামদূহ

প্রকাশিত: ০১:০৫, ৮ মে ২০২৫; আপডেট: ০১:০৫, ৮ মে ২০২৫

যে আবেগ নিয়ে ৫ মে’র সমাবেশে গিয়েছিলাম, নেতারা তার দাম দেয়নি : মীর হুযাইফা আল মামদূহ

ছবি: সংগৃহীত

বিশিষ্ট লেখক ও চিন্তক মীর হুযাইফা আল মামদূহ ৫ই মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রসঙ্গে গভীর আবেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি ঠিকানা টিভির এক সাক্ষাৎকারে তিনি বলেন, “৫ই মে তে শাপলা চত্বরে যে আবেগ নিয়ে গিয়েছিলাম, নেতারা সেই আবেগকে শুধু উত্তেজিত করেছে, তারা আবেগের দাম দেয়নি।”     

তিনি বলেন, “আমার সবচেয়ে বেশি কষ্টের জায়গা হচ্ছে, যারা সেদিন শহীদ হয়েছেন, তাদের একটি সুনির্দিষ্ট তালিকাও আজ পর্যন্ত তৈরি করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।”

ঘটনার দিন তিনি উপস্থিত ছিলেন বলে জানান, “আমি সেদিন সেখানে ছিলাম, আমি পুরো ঘটনাটি সামনে থেকে দেখেছি। তাই কঠিন ভাষায় বলছি, কারণ এসব সত্য উপেক্ষা করা যায় না।”

সূত্র: https://www.facebook.com/share/r/16AkyoKWGk/

আসিফ

×