
ছবি: সংগৃহীত
ফ্যাসিষ্ট গুলির নির্দেশ দেয়। নিরাপদে পালায়। আর মার খায় পুলিশ। ফ্যাসিষ্টের দোসররা পালাতে নির্দেশ দেয়। আর বরখাস্ত হয় পুলিশ। দোষ সব গুলির, আর গুলিবাজরা সব নিস্পাপ এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ ড. তুহিন মালিক।
৯ মে রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. তুহিন মালিক বর্তমান সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যে মূলত তিনি রাষ্ট্রীয় সহিংসতায় পুলিশ সদস্যদের প্রতিনিয়ত ভুক্তভোগী হওয়ার বিষয়টি তুলে ধরেন এবং অভিযোগ করেন, প্রকৃত অপরাধীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
এসএফ