
ছবিঃ সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, গুমকাহিনীর বই প্রসঙ্গে অনেকে অনেক প্রশ্ন করেছেন। অনেক প্রশ্নের উত্তর স্ট্যাটাসেই আছে। দয়া করে মনযোগ দিয়ে আবার পড়ুন। উত্তর পেয়ে যাবেন।
দুটো প্রশ্ন কয়েকজন করেছেন। জবাব দিচ্ছি।
১. এত কাগজ কীভাবে পেলাম?
উত্তর: আমার ৮ বছরের বন্দী জীবনে ডিজিএফআই এর ৫জন ডিজি ছিলেন। তারা সবাই আমার অনেক জুনিয়র ও পরিচিত। এদের তিনজন আবার আমার ছাত্র। আল্লাহর রহমতে বাংলাদেশ সেনাবাহিনীতে সকল অফিসার আমাকে অত্যন্ত সম্মান করে এবং ভালবাসে। কারো আত্মীয়-পরিচিত অফিসার সেনাবাহিনীতে থাকলে পরখ করে নিতে পারেন। আমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে আমি যখন যেই পরিমাণ কাগজ চেয়েছি, আমাকে দিয়েছে।
২. দিন, তারিখ, সময়ের হিসাব রাখতাম কী করে?
উত্তর:
(ক) আমার অনুরোধে সেলে একটি দেয়াল ঘড়ি দেয়া হয়েছিল। এছাড়া, আজানের আওয়াজও পেতাম। সময় এর হিসাব পাওয়া সমস্যা ছিলনা।
(খ) আমি প্রথম দিন থেকেই দিন, তারিখের হিসেব রেখেছিলাম। নিয়মিত নামায পড়তাম বলে বার এবং তারিখের হিসেব রাখতে কোন অসুবিধা হয়নি। এছাড়া, দিন, তারিখ, সপ্তাহ, মাস, ঘন্টা ইত্যাদি ছোট ছোট কাগজে লিখেও রাখতাম (বই এ দেখবেন ইনশাআল্লাহ)।
রিফাত