
ছবি: সংগৃহীত।
ঢাকায় অবস্থানরত নাগরিকদের যমুনায় এসে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (৯ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "আওয়ামী লীগ প্রশ্নে ফয়সালা করতে হবে আজকেই।"
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় ছাত্র-জনতা। কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
পিনাকী ভট্টাচার্য তাঁর স্ট্যাটাসে আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, “যারা ঢাকায় আছেন, তারা যমুনায় চলে আসুন। আজই ফয়সালার দিন।”
এদিকে যমুনার সামনে বিক্ষোভকারীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। রাত থেকেই সেখানে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, আওয়ামী লীগের ‘গণবিরোধী’ ও ‘নির্মম’ কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে হাসনাত আবদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দেন।
নুসরাত