
জেফ বেজোস,ইলন মাস্ক ,মার্ক জাকারবার্গ
বিশ্বের ধনীদের তালিকায় বড় এক রদবদল ঘটেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টপকে দ্বিতীয় শীর্ষ ধনীর আসনে বসেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ২১২ বিলিয়ন ডলার, যেখানে বেজোসের সম্পদ ২০৯ বিলিয়ন ডলার।
এই পরিবর্তনের মূল কারণ মেটা শেয়ারের জোরালো পারফরম্যান্স। চলতি বছরের প্রথম প্রান্তিকে মেটার আয় হয়েছে ৪২.৩১ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে। শুধু গত মাসেই মেটার শেয়ার বেড়েছে ১৬ শতাংশের বেশি, যেখানে অ্যামাজনের শেয়ার বেড়েছে মাত্র ৬.৩৩ শতাংশ।
জাকারবার্গ শুধুমাত্র সোমবারই আয় করেছেন ৮৪৬ মিলিয়ন ডলার, বিপরীতে বেজোস হারিয়েছেন ২.৯ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় অবশ্য এখনও শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। বর্তমানে তার মোট সম্পদ ৩৩১ বিলিয়ন ডলার। সম্প্রতি সরকারি কাজে সময় কমিয়ে টেসলায় বেশি মনোযোগ দেওয়ার ঘোষণার পর তার সম্পদ আরও বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্স ও বাজারে আস্থার উপর ভিত্তি করেই এই ধনীদের সম্পদ ওঠানামা করছে। মেটার আয় ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা জাকারবার্গকে এগিয়ে দিয়েছে। অন্যদিকে বেজোসের অ্যামাজন সামান্য বৃদ্ধি পেলেও তা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
এসএফ