ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিবিসির তথ্যচিত্রে অংশ নেওয়ায় ইসরায়েলি সেনা কর্তৃক হামলার শিকার ফিলিস্তিনি অধিকারকর্মী

প্রকাশিত: ০৪:৫৮, ৪ মে ২০২৫; আপডেট: ০৪:৫৮, ৪ মে ২০২৫

বিবিসির তথ্যচিত্রে অংশ নেওয়ায় ইসরায়েলি সেনা কর্তৃক হামলার শিকার ফিলিস্তিনি অধিকারকর্মী

ছবিঃ সংগৃহীত

বিবিসির প্রামাণ্যচিত্র The Settlers-এ অংশ নেওয়ার পর ইসরায়েলি বসতকারীদের হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনি অধিকারকর্মী ইসা আমরো।

এক ইনস্টাগ্রাম পোস্টে আমরো বলেন, “ইসরায়েলি সেনারা আমার বাড়িতে হানা দিয়েছে আমাকে ভয় দেখাতে। তারা বলেছে আমি বিবিসি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোকে ভিডিও পাঠাই। তারা প্রতিশোধ নিতে এসেছে, কারণ আমি বিবিসির তথ্যচিত্রে অংশ নিয়েছি।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে হেবরনের দক্ষিণাংশে অবস্থিত তেল রুমেইদা এলাকায়, যেখানে আমরোর বাড়ি অবস্থিত।

আমরো তার সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় ইসরায়েলি সেনা ও বসতকারীরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করছে এবং তাকে ও আরও কয়েকজনকে মারধর করছে।

অন্য এক ক্লিপে দেখা গেছে, মুখ ঢেকে রাখা ইসরায়েলি সেনারা তার বাড়ির ভিতরে আমরোর সঙ্গে কথা বলছে।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×