
বৃষ্টিতে ভিজে যাওয়া খড় মহাসড়কে শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দিলীপ রায় (৩০) নামের এক কৃষক। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ বাজারসংলগ্ন কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ রায় নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের বাসিন্দা ও মৃত অমল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, টানা কয়েকদিনের বৃষ্টিতে গরুর খাদ্য হিসেবে সংরক্ষিত খড় ভিজে যায়। বুধবার সকালে রোদ উঠলে দিলীপ রায় মহাসড়কের পাশে খড় শুকাতে দেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনো মামলা করেননি।
নুসরাত