ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী

‘ভারত ভাবে হাসিনা থাকলে ভারত নিরাপদ, কোনো ট্রাক ধরা পড়ে না’

প্রকাশিত: ০৪:২৬, ৮ মে ২০২৫

‘ভারত ভাবে হাসিনা থাকলে ভারত নিরাপদ, কোনো ট্রাক ধরা পড়ে না’

ছবি: সংগৃহীত

বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘ভারত ভাবে হাসিনা থাকলে ভারত নিরাপদ, কোনো ট্রাক ধরা পড়ে না।’ সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

ভারতের সেভেন সিস্টার্সকে অনেকেই অস্ত্রের জোগান দেয় উল্লেখ করে আব্দুল লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘শেখ হাসিনার শক্তিটা কোথায়? ভারত কেন তাকে অন্ধের মত সমর্থন করেছে সেটা তো বুঝতে হবে।’

সাক্ষাৎকারের তিনি জানান, ভারত দেখেছে যে শেখ হাসিনার আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ছে। শেখ হাসিনার সময় এক ট্রাক অস্ত্র যেতে পারেনি।

এছাড়া, ভারত বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়ক মনে করে নিরাপদ বোধ করেছে বলে জানান আব্দুল লতিফ সিদ্দিকী।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=QT8VX2yMr7M

রাকিব

×