ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কসবা সীমান্তে ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মো,সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৪:৪৪, ৭ মে ২০২৫

কসবা সীমান্তে ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: দৈনিক জনকন্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে ৮২ লাখ ৮০০ টাকার ভারতীয় বাজিসহ বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করা হয়েছে। 

বুধবার (৭ মে) জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী মন্দবাগ নামক স্থানে চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বুধবার দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল মো: জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার মন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বাজি সহ বিভিন্ন প্রকারের মালামাল পণ্য জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮২ লাখ ৮০০ টাকা।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার ১,১৮,২৩০ পিস ভারতীয় বাজি, ভারতীয় নেহা মেহেদি, ভারতীয় GOLD BLECHI ক্রিম এবং ভারতীয় HARDON BLUE ক্যাপসুল, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে:কর্নেল মো: জিয়াউর রহমান জানান, ‌‌সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে (৬০ বিজিবির) অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ সীমান্তে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

মিরাজ খান

×