ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নিজ ঘরে নামাজ পড়তে উঠে ডাকাতের ছুরিকাঘাতে নারী খুন 

নিজস্ব সংবাদদাতা, চাটখিল, নোয়াখালী

প্রকাশিত: ১৩:৪৯, ৭ মে ২০২৫; আপডেট: ১৩:৫১, ৭ মে ২০২৫

নিজ ঘরে নামাজ পড়তে উঠে ডাকাতের ছুরিকাঘাতে নারী খুন 

ছবি : জনকন্ঠ

নিজ ঘরে তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে ডাকাতের ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। নিহত তাহেরা বেগম (৬৩) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া মুন্সি বাড়ির মৃত. আব্দুল মতিনের স্ত্রী। বুধবার (৭ মে) দুপুরে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তার ফোর্স সহ ঘটনাস্থলের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করছেন এবং ঘটনার সাথে জড়িতদের আটকের প্রচেষ্টা চলছে। 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে এক মেয়ে। তিনি বড় ছেলে ব্যবসায়ী তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে। শেষ রাতের দিকে  দুর্বৃত্তরা ডাকাতির ‍উদ্দেশ্যে ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভিতরে প্রবেশ করে।

 

এসময় ঐ নারী তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে নিজ ঘরের মধ্যে তাদের মুখোমুখি হয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। আহত নারীর  শৌরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে  দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজনের শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঐ নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আঁখি

×