ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ৪ জনসহ রাজশাহীতে গ্রেফতার ২৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

প্রকাশিত: ১৩:৪৯, ৭ মে ২০২৫; আপডেট: ১৩:৫৪, ৭ মে ২০২৫

ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ৪ জনসহ রাজশাহীতে গ্রেফতার ২৫

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৪ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে ৪ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ২১ জনকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া চারজন হলেন তৌহিদুল ইসলাম কালু (৪৮) – চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। সানোয়ার হোসেন ওরফে সুমন (২৮) – বোয়ালিয়া থানার শেখের চক পঞ্চবটি এলাকার বিপুল মোল্লার ছেলে। সাগর ইসলাম (৩৫) – বোয়ালিয়ার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। মাজহারুল ইসলাম আশিক (২২) – গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকমরপুর এলাকার মো. মনোয়ারুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হবে।

নুসরাত

×