ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের হামলায় পাকিস্তানে প্রাণহানি বেড়ে ২৬ জন

প্রকাশিত: ১২:৪২, ৭ মে ২০২৫

ভারতের হামলায় পাকিস্তানে প্রাণহানি বেড়ে ২৬ জন

ছবি : সংগৃহীত

পাকিস্তানে ভারতের চালানো সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার (৭ মে) প্রথম প্রহরে ভারত মিসাইল হামলা চালায় পাকিস্তানের বিভিন্ন স্থানে। এ হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের দাবি, এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

ভারত সরকার অবশ্য দাবি করেছে, তারা পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যেখানে কেবল সন্ত্রাসী ঘাঁটি ছিল। কোনো সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হামলা এমন এক সময় করা হলো, যখন কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৭ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত ছিল পরিস্থিতি।

 

 

ভারতের এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে “লজ্জাজনক” বলে উল্লেখ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের সামরিক পদক্ষেপ উত্তেজনা প্রশমনের বদলে আরও বাড়িয়ে তুলবে।”

 

 

এছাড়া, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের এ সামরিক অভিযান উদ্বেগজনক। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা গোটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।”

আঁখি

আরো পড়ুন  

×