ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনাবাহিনী

প্রকাশিত: ০৩:৩০, ৮ মে ২০২৫

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি সংঘাতে রূপ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে সামরিক অভিযান চালিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনী হামলার ভিডিও প্রকাশ করেছে।

বুধবার (৭ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযানে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিনের অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ১টা ০৪ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এসব হামলা চালানো হয়। প্রথম দফায় কোটলির মারকাজ আব্বাস ক্যাম্পে আঘাত হানা হয়, যা ছিল লস্কর-ই-তইয়্যেবার আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র। এরপর আরও কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ জানান, পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা জরুরি হয়ে পড়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায়, ভারত এই অভিযান চালাতে বাধ্য হয়েছে।

তারা আরও জানান, এই অভিযান ছিল সুনির্দিষ্ট, দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক। মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করা এবং ভবিষ্যতের হামলা প্রতিহত করা।

তবে পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, ভারতের চালানো ‘কাপুরুষোচিত’ হামলায় নিশানা করা হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেসামরিক স্থাপনা, মসজিদ ও মাদরাসা। এছাড়া, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে।

 

ভিডিও দেখুন:  https://www.youtube.com/watch?v=-3zvp7oxIYk&t=9s

রাকিব

×