ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের

‘যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান হারানোর ঘটনা’

প্রকাশিত: ০৩:০৭, ৮ মে ২০২৫; আপডেট: ০৩:০৯, ৮ মে ২০২৫

‘যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান হারানোর ঘটনা’

ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক পোস্টে লেখেন, সিএনএন’কে এক উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে।

ফেসবুক পোস্টে সিএনএন এর একটি প্রতিবেদন শেয়ার করে সায়ের আরও লেখেন, এটিই যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান হারানোর ঘটনা।

ছবি: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

গতকাল পাকিস্তানের অভ্যন্তরে অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমানসহ পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিন্তান।

সায়ের জানান, পাকিস্তান আজ আগে দাবি করেছে যে, ভারতের হামলার প্রতিশোধ হিসেবে তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফায়েল রয়েছে।

তবে ভারতীয় কর্মকর্তারা এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বলে উল্লেখ করেন তিনি।

রাকিব

আরো পড়ুন  

×