
ছবি: সংগৃহীত
ঢাকার দোহার পৌরসভার প্রথম মেয়র, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মিয়া (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ... রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, নাতি-নাতনি রেখে গেছেন। বিকেল চারটায় জয়পাড়া হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘ ২৩ বছর একটানা দোহার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০ বছর দায়িত্ব পালন করেছেন জয়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে।
বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মিরাজ খান