ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভূরুঙ্গামারী সীমান্তে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

মিজানুর রহমান, নাগেশ্বরী, কুড়িগ্রাম।।

প্রকাশিত: ১৪:৪৩, ৭ মে ২০২৫

ভূরুঙ্গামারী সীমান্তে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্তে নারী ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ মে) সকালে স্থানীয়দের সন্দেহে বিষয়টি নজরে এলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছেন, তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তবে কার্ড না থাকায় সেখান থেকে বেরিয়ে আসেন।

তিনি আরও বলেন, একটি দালালচক্র টাকার বিনিময়ে কাজের আশ্বাস দিয়ে তিনদিন আগে তাদের একটি মাইক্রোবাসে করে ভূরুঙ্গামারীতে নিয়ে আসে। আজ সকালে দালালরা তাদের সীমান্তের কাছে রেখে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় তারা বারবার তাদের বক্তব্য পরিবর্তন করায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অচেনা মুখ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে এবং বিজিবিকে খবর দেয়। এরপর বিজিবি এসে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

নুসরাত

×