ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুরিপেটা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।।

প্রকাশিত: ১৪:২৭, ৭ মে ২০২৫

যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুরিপেটা

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের সালথা উপজেলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতার ভাই মো. কবির মোল্যাকে গ্রেপ্তারের এক ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের এক নেতার বড় ভাই মো. বাবলু মাতুব্বরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) বিকাল ৪টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবলু মাতুব্বর (৫৫) মাঝারদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই।

এর আগে বিকাল ৩টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই।

স্বেচ্ছাসেবক দল নেতা মো. হারুন মাতুব্বর জানান, “আমার ভাই বাবলুর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। কিন্তু কবির মোল্যার গ্রেপ্তারের প্রতিশোধ নিতে তার অনুসারীরা আমার ভাইকে বাজারে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে এবং একটি মামলায় ওয়ারেন্ট ছিল। হামলার ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নুসরাত

×