
ছবি : সংগৃহীত
পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। সীমান্তে সংঘাতের সম্ভাবনা দেখা দেওয়ায় দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তান সামরিক দিক থেকে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে অর্থনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে পাকিস্তান গত কয়েক দশকে ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে।
বিশ্বের সামরিক শক্তির তালিকায় ভারত বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে, যেখানে পাকিস্তানের অবস্থান দ্বাদশ। এই সূচক থেকেই বোঝা যায়, সামরিক দিক থেকে ভারত অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে আছে। ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে সদস্য সংখ্যা ১৪.৫ লাখের বেশি, যেখানে পাকিস্তানের সেনাসদস্য সংখ্যা আনুমানিক ৬ লাখ। বিমানবাহিনীর ক্ষেত্রেও ভারত অনেক এগিয়ে। রাফাল, মিগ, মিরাজ এবং সুখোইয়ের মতো অত্যাধুনিক ফাইটার জেট থাকায় ভারতের আকাশ প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-৬, মিরাজ এবং জেএফ-থান্ডারের মতো জেট থাকলেও তা তুলনায় পিছিয়ে।
নৌসেনার শক্তিতেও ভারত পাকিস্তানের অনেক ওপরে অবস্থান করছে। ভারতের আছে দুটি বিমানবাহী রণতরী, ১৮টি সাবমেরিন ও প্রায় ৩০০ সামরিক জাহাজ, যার মধ্যে রয়েছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার প্রভৃতি। বিপরীতে পাকিস্তানের নৌবাহিনীতে নেই কোনো বিমানবাহী রণতরী, সাবমেরিন মাত্র আটটি এবং সামরিক জাহাজের সংখ্যা ১২১টি। স্থলসেনা এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামের দিক থেকেও ভারতের এগিয়ে থাকা স্পষ্ট। ভারতের রয়েছে ৪০০০-এর বেশি ট্যাংক এবং প্রায় দেড় লাখ এপিসি, যেখানে পাকিস্তানের ট্যাংকের সংখ্যা ২৬০০ এবং এপিসি রয়েছে প্রায় ১৭,০০০।
যদিও অধিকাংশ সামরিক দিক থেকেই ভারত এগিয়ে, পরমাণু অস্ত্রের ক্ষমতায় দুই দেশ প্রায় সমানে সমানে। ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা ১৭২টির মতো, আর পাকিস্তানের অস্ত্র সংখ্যা আনুমানিক ১৬৫ থেকে ১৭০-এর মধ্যে। তবে সামরিক ব্যয়েও স্পষ্ট পার্থক্য রয়েছে। ভারতের বার্ষিক সামরিক বাজেট ৭৫ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের বাজেট মাত্র ১০.৩ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে ভারত সামরিকভাবে পাকিস্তানের চেয়ে বহুগুণ শক্তিশালী। তবুও পারমাণবিক সক্ষমতার কারণে এই উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, কারণ সামান্য ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
সূত্র:https://youtu.be/OuY9tIxlVsc?si=_INZwSeOOaHOPKyh
আঁখি