ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আবর্জনা থেকেই এবার বিদ্যুৎ: বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশিত: ০৪:১৭, ৪ মে ২০২৫

আবর্জনা থেকেই এবার বিদ্যুৎ: বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী চীন

ছবি: প্রতীকী

বাংলাদেশের নগরজীবনের দুটি বড় সমস্যা, বিদ্যুৎ সংকট ও আবর্জনার দৌরাত্ম্য। একদিকে বিদ্যুতের ঘাটতি, অপরদিকে সিটি কর্পোরেশন এলাকায় যত্রতত্র পড়ে থাকা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। এবার সেই দুই সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখাল চীন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। তিনি জানান, চীন বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশনে ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত।

অসংগঠিতভাবে ছড়িয়ে থাকা ময়লাকে পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই ব্যবস্থাপনা গড়তে চায় বেইজিং। উপদেষ্টা আসিফ মাহমুদ এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ‘চীনের সহযোগিতায় দেশের সব সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সরকার আগ্রহী।’

শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে আমন্ত্রণ জানাতে চান একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। পাশাপাশি যেকোনো পর্যায়ের খেলোয়াড় ও কোচদের উন্নত প্রশিক্ষণ প্রদানে আগ্রহী চীন।

এর আগে, গত ২০ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা বিপুল পরিমাণে আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে চীনের আগ্রহের কথা জানানো হয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=9vPwI6-GgMM

রাকিব

×