
ছবিঃ সংগৃহীত
মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও ঘটনার বিচারের দাবিতে রবিবার 'মার্চ টু গাজীপুর' কর্মসূচি পালন করবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সচিব আব্দুল হাকিম রাতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নানা কৌশলে স্থানীয় শিশু কিশোরদের সাথে অনৈতিক কাজ করার অভিযোগে রবিবার সকালে মহানগরীর পুবাইল থানার হায়দরাবাদ এলাকার জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওইদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পুবাইল থানায় একটি হত্যার অভিযোগ দাখিল করেন। কিন্তু ওই অভিযোগটি থানায় রেকর্ড ভুক্ত করা হয়নি। তবে সংগঠনের সংগঠনটির নেতৃবৃন্দ ও নিহতের স্বজনদের দাবি মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জিএমপি'র পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম জানান, রইস উদ্দিন মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুমু