
ছবিঃ সংগৃহীত
ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর জন্য নিজেদের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে।
শনিবার ভারত সরকার জানায়, পাকিস্তান থেকে আসা বা পাকিস্তান হয়ে আসা সব ধরনের পণ্য আমদানি এবং পাকিস্তানি জাহাজের ভারতীয় বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ ও যারা তা সমর্থন করে, তাদের বিরুদ্ধে ভারত "দৃঢ় ও চূড়ান্ত" পদক্ষেপ নিচ্ছে।
পাল্টা পদক্ষেপে শনিবার রাতেই পাকিস্তানের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে, এখন থেকে কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনও বন্দরে ভিড়তে পারবে না এবং পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে যাবে না। বিশেষ কোনো পরিস্থিতিতে এসব নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হবে।
এই টানাপোড়েন শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ জঙ্গি হামলার পর, যেখানে ২৬ জন মারা যান, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। এরপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়।
ভারত শুধু আমদানি নয়, পাকিস্তানের সঙ্গে ডাক ও পার্সেল আদান-প্রদানও বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে ভারতীয় জাহাজগুলোকেও পাকিস্তানি বন্দরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক বসিয়েছিল, ফলে তখন থেকেই সরাসরি আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। তবে এবার তৃতীয় দেশের মাধ্যমে আসা পাকিস্তানি পণ্যও নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী এদিন ৪৫০ কিমি দূরপাল্লার 'আব্দালি' ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারত একে "উস্কানিমূলক পদক্ষেপ" বলে উল্লেখ করেছে।
এদিকে পাহেলগাম হামলার তদন্তে ভারত চারজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে দুজন পাকিস্তানি। সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে শ্রীলঙ্কায় চেন্নাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালানো হয়, যদিও পরে বিমানটি ক্লিয়ার করা হয়।
মারিয়া