ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কয়টায় দেশে পৌঁছাবেন খালেদা জিয়া, জানালেন রিজভী

প্রকাশিত: ১৫:৫৮, ৪ মে ২০২৫

কয়টায় দেশে পৌঁছাবেন খালেদা জিয়া, জানালেন রিজভী

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৬ মে ২০২৫, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পূর্বঘোষণা অনুযায়ী তিনি ৫ মে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে।

এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় দলীয় নেতাকর্মীদের অবস্থান পরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। রিজভী জানান, ঢাকার বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা বরণ করার জন্য নির্ধারিত স্থান অনুযায়ী অবস্থান নেবেন।

বিস্তারিত অবস্থান পরিকল্পনা নিম্নরূপ:

  • মহানগর উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত

  • ছাত্রদল: লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত

  • যুবদল: খিলক্ষেত থেকে হোটেল রেডিসন

  • মহানগর দক্ষিণ বিএনপি: হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম

  • স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান

  • কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড়

  • শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল

  • ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল: বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার

  • মুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী সংগঠনসমূহ: বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২

  • মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত

এছাড়া, বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা নিজেদের সুবিধামত নির্ধারিত স্থানে অবস্থান করবেন।

রিজভী আরো জানান, বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে কেউ হঠাৎ করে প্রবেশ করতে পারবে না, এমনকি প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নেতাকর্মীদের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল কিংবা হেঁটে চলাচল করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি বলেন, "আমরা সবাইকে অনুরোধ করছি যেন শান্তিপূর্ণভাবে ও সম্মানজনকভাবে আমাদের নেত্রীকে বরণ করা হয়।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=jGxAZzlGicM

আবীর

×