
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে আয়োজিত পদযাত্রায় এক বক্তব্যে বলেন, "রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, গ্রামবাংলার মানুষ যখন জেগেছে, কুড়িগ্রামের মানুষ যখন জেগেছে, বাকিটা তো বললাম না। বাকি কথা বললে এখনই হক্কা যাবেন। পানি দিতে হবে। এই জায়গায় কোনো আপস নেই।"
তিনি আরও বলেন, "আমাদের নেতা জনাব তারেক রহমান কাল বা পরশু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমনের প্রস্তুতি নিচ্ছেন। শুধু এতটুকু বলি, দুদু ভাই যে ঐক্যের জায়গা তৈরি করেছেন, তিনি যেন মানুষকে মানুষের কাছাকাছি এনেছেন।"
তিস্তার পানির দাবি ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্যে উত্তরের জনপদের মানুষের দাবির প্রতিধ্বনি উঠে আসে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=o3vk2nHe3hU
আবীর