ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়ছে ইসরায়েল: আল্লাহর গজব নাকি অন্য কিছু?

প্রকাশিত: ২৩:৫৬, ৪ মে ২০২৫; আপডেট: ২৩:৫৭, ৪ মে ২০২৫

আগুনে পুড়ছে ইসরায়েল: আল্লাহর গজব নাকি অন্য কিছু?

ছবি: সংগৃহীত

এই বাক্য এখন মুসলিম বিশ্বের অন্তরাত্মা থেকে উঠে আসছে। এমন এক সময়ে, যখন ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুরা বারবার ইসরায়েলি হামলার শিকার হচ্ছে, তখন ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে ঘর-বাড়ি, গাড়ি, বনভূমি। যেন কেউ অদৃশ্য হাত দিয়ে প্রতিশোধ নিচ্ছে অন্যায়ের।

ইসরায়েলে চলমান ভয়াবহ দাবানল পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা” ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ। ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, এটি সাম্প্রতিক বছরের অন্যতম ভয়াবহ দাবানল, যা শত শত বেসামরিক মানুষকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) উদ্ধার সংস্থা জানিয়েছে, তারা এ পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে—প্রধানত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তারা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ ও তীব্র বাতাস দাবানলের সূত্রপাত ঘটায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে জনকে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে

আগুনের ভয়াবহতা এতটাই যে, ইসরায়েলি বিমান বাহিনী ও এলিট ইউনিট ৬৬৯-ও নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের কাজে নিযুক্ত হয়েছে।

বিশ্বের বহু মুসলমানই এই ঘটনাকে দেখছেন আল্লাহর গজব হিসেবে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন—“গজবপ্রাপ্ত জাতিদের পথে আমাদের পরিচালিত করো না।” বহু আলেম মনে করেন, এই ‘গজবপ্রাপ্ত জাতি’ ইসরায়েলই, যারা নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।

তাদের মতে, "যে বুলডোজার, যে অস্ত্র ফিলিস্তিনিদের উপর বর্ষিত হয়েছে, আজ সেগুলোই আগুনে জ্বলছে। প্রকৃতি যেন ফিরিয়ে দিচ্ছে তাদের পাপের মূল্য।"

ইসরায়েল সরকার জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে আমাদের সকল বাহিনীকে একত্রিত হতে হবে।”

ইসরায়েলের এই অগ্নিপরিস্থিতি একদিকে প্রকৃতির ধ্বংস, অন্যদিকে একটি ন্যায্য বিচারপ্রাপ্তির আশাবাদ—যা কোটি কোটি মানুষের দীর্ঘদিনের আর্তনাদের বহিঃপ্রকাশ হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। এই ঘটনার পর বিশ্ব কী শিক্ষা নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।

সূত্র: https://youtu.be/na_gjesOcKE

রবিউল হাসান

×