
ছবি: সংগৃহীত
ভোলায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। রবিবার (৪ মে) সন্ধ্যার পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাস শ্রমিকরা।
বিক্ষোভ মিছিলের পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গত এক সপ্তাহের মাথায় এ নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর থেকে জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের ডাকে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। অপরদিকে যাত্রী পরিবহন করছে না সিএনজি চালকরাও।
স্থানীয়রা জানান, রবিবার (৪ মে) বিকাল ৫টায় ভোলা চরফ্যশন সড়কের বাংলা বাজার জয়নগর স্কুল এলাকায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
বাস শ্রমিকদের অভিযোগ, সিএনজি চালকরা একত্র হয়ে জেলার বিভিন্ন স্থানে বাস আটকে রাখে ও ১৬ জন বাস শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। আপরদিকে, সিএনজি চালাচল বন্ধ থাকলেও তাৎক্ষণিক সমিতির কোনো নেতৃবৃন্দকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিকরা ভোলা জেলায় বাস ধর্মঘটের ডাক দিয়েছিল। প্রায় ২৪ ঘণ্টা পর প্রশাসনের মধ্যস্থতায় সে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
হাসিব রহমান/রাকিব