ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে হোমনায় মশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০৪:০৪, ৫ মে ২০২৫; আপডেট: ০৪:০৬, ৫ মে ২০২৫

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে হোমনায় মশাল মিছিল

ছবি: সংগৃহীত

ঢাকার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার হোমনায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রবিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করে ছাত্ররা। মিছিলটি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে পোস্ট অফিস মোড় ও থানা রোড ঘুরে চৌরাস্তায় দিকে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীসহ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদও অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্ৰেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলে হোমনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ, যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান, সদস্য সচিব আবু ইউসুফ, মুখপাত্র আল-লামিন, সাখাওয়াত ও উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ সরকারসহ শতাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

শামীম রায়হান/রাকিব

×