ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রাশিয়ার রাজপথে ট্যাংক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন?

প্রকাশিত: ০৭:৫৪, ৫ মে ২০২৫

রাশিয়ার রাজপথে ট্যাংক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন?

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রক্তক্ষয় ও রাজনৈতিক চাপের মধ্যেও রাশিয়া পূর্ণ উদ্দীপনায় প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের। ৯ মে রাশিয়ার জাতীয় বিজয় দিবস। এই উপলক্ষে মস্কোর রেড স্কয়ার ও আশেপাশের রাস্তায় চলছে একের পর এক সামরিক মহড়া।

এসব মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ার সর্বাধুনিক অস্ত্র থেকে শুরু করে ঐতিহাসিক ট্যাংক ও ক্ষেপণাস্ত্র। এ মহড়ায় নিজে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে একটি শক্ত রাজনৈতিক বার্তা দিতেই যেন রাশিয়া তার সামরিক শক্তি বড় করে তুলে ধরছে।

মহড়ার প্রস্তুতিতে অংশ নিচ্ছে সোভিয়েত যুগের ঐতিহাসিক টি-৩৪ ট্যাংক, আধুনিক ইয়ারস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা, জিরান-২ ড্রোনসহ নানা ধরণের আর্টিলারি ও যুদ্ধযান। রাস্তার দুই পাশে শৃঙ্খলার জন্য বসানো হয়েছে ডিভাইডার, যার বাইরে দাঁড়িয়ে সামরিক সাজ-সজ্জা দেখছে হাজারো রুশ নাগরিক। অনেকেই বলেন, এসব অস্ত্র সরাসরি চোখের সামনে দেখা সাধারণ মানুষের জন্য বিরল সুযোগ।

এই প্রদর্শনী শুধু একটি বার্ষিক স্মারক অনুষ্ঠান নয়, বরং পুতিনের জন্য একটি রাজনৈতিক কৌশলও বটে। ইউক্রেন যুদ্ধে যখন মস্কোর অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে, তখন দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদ উসকে দিতে এবং বিশ্বকে শক্তি দেখাতে এটি একটি তাৎপর্যপূর্ণ আয়োজন।

রাশিয়ার প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি ইতিমধ্যেই ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এটিকে পুতিনের বিনোদনের উপলক্ষ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তার দেশের জনগণের রক্তের বিনিময়ে কোনো কৃত্রিম শান্তিতে রাজি নন বলে জানিয়েছেন।

এই পরিস্থিতিতে রাশিয়ার বিজয় দিবস শুধু অতীত স্মরণ নয়, বর্তমান সংঘাত ও ভবিষ্যতের কৌশলের এক জটিল সঙ্কেত হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=S13hJ2cMpfw

রাকিব

আরো পড়ুন  

×