
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। ৫৪টি নদীর পানি বন্ধ করে এটি প্রমাণিত হয়েছে যে তারা শান্তি চায় না। তিস্তার ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীসহ তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ গণপদযাত্রায় অংশ নেন।
রংপুর থেকে শাহ বাজিদ আহমেদের প্রতিবেদনে জানা যায়, দুপুরের পর রোভবার শাপলা চত্বরে হাজারো মানুষ জড়ো হন। তাদের লক্ষ্য ছিল তিস্তা নদী রক্ষা করা। গণপদযাত্রায় অংশ নেয়া এসব মানুষরা জানান, তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, সংগ্রাম অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, আজকের এই পদযাত্রা থেকে অন্তবর্তী সরকারকে বার্তা পৌঁছানো হবে যে তাদের দাবি দ্রুত মেনে নিতে হবে।
গণপদযাত্রা শেষে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, "সরকার দেশের অন্যান্য অঞ্চলের উন্নয়নে যেভাবে কাজ করছে, রংপুরে তেমনই উন্নয়ন হতে হবে। কিন্তু বারবার এখানে বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য বন্ধ করতে হবে, যাতে দুই কোটি মানুষের জীবনসংগ্রাম বিপন্ন না হয়।"
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সমাবেশে বলেন, "এখানকার মানুষ যখন জেগেছে, তিস্তা নদীতে পানি ঢুকবে। ভারতকে পানি দিতে হবে, এতে কোনো আপোষ হতে পারে না।"
সমাবেশে মির্জা আব্বাস বলেন, "তিস্তা পাড়ের মানুষের দাবি আজ একত্রিত হয়েছে। এই দাবি আদায় হবে। সারা বিশ্বে ভারত দেখিয়েছে কিভাবে পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এরা কতটা অমানবিক হলে এমন কাজ করতে পারে।"
সমাবেশ শুরুর আগে তিস্তা পাড়ের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ শাপলা চত্বরে জড়ো হয়। পরে সমাবেশ শেষে গণপদযাত্রা শুরু হয়, যা শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান চার কিলোমিটার পথে শেষ হয় জেলা স্কুল মাঠে।
মারিয়া