
ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্তে টানা গোলাগুলি, কূটনৈতিক হুমকি, যুদ্ধ মহড়া এবং পারস্পরিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ মোড় নিচ্ছে।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান ও সাবেক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া।’
বিষয়টি নিয়ে গত শুক্রবার (২ মে) বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রাণালয়ের দেওয়া ওই বিবৃতিতে আ ল ম ফজলুর রহমানের বক্তব্যকে তার ‘ব্যক্তিগত’ মতামত বলে অবিহিত করা হয়েছে। এছাড়া, বলা হয়েছে, ফজলুর রহমানের মন্তব্য বাংলাদেশ সরকারের নীতির প্রতিফলন নয়। সরকার তার বক্তব্যের সঙ্গে একমত নয় এবং কোনোভাবে তা সমর্থন করে না।
ভারতে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৩ মে এক জনসভায় অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে কঠোর সমালোচনা করেন।
এসময় ওয়াইসি আ ল ম ফজলুর রহমানের ফেসবুক পোস্টে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ঢাকাকে মনে রাখতে হবে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ভারতের কাছে ঋণী।’
সূত্র: https://www.youtube.com/watch?v=09cSzVpzNkw
রাকিব