ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পেহেলগামে সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া ব্যক্তি শনাক্ত, যৌথ বাহিনীর হাত থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে মৃত্য, ভিডিও প্রকাশ

প্রকাশিত: ০৯:২৪, ৫ মে ২০২৫; আপডেট: ০৯:২৪, ৫ মে ২০২৫

পেহেলগামে সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া ব্যক্তি শনাক্ত, যৌথ বাহিনীর হাত থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে মৃত্য, ভিডিও প্রকাশ

ছবিঃ সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এক ব্যক্তি, যিনি সন্ত্রাসীদের আশ্রয় এবং খাবার সরবরাহ করছিলেন, সুরক্ষা বাহিনীর হাত থেকে পালাতে গিয়ে একটি নদীতে ঝাঁপ দিয়ে মারা যান।

ভিডিও ফুটেজে দেখা যায়, ২৩ বছর বয়সী ইমতিয়াজ আহমদ মাগ্রে প্রথমে কুলগামের তাংমার্গ জঙ্গলে সন্ত্রাসীদের সাহায্য করার কথা পুলিশকে স্বীকার করেন। তিনি জানান, সে সন্ত্রাসীদের খাবার ও লজিস্টিক সরবরাহ করছিল এবং সুরক্ষা বাহিনীকে তাদের অবস্থান জানাতে সম্মত হয়েছিল।

রবিবার সকালে, পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাতে যাচ্ছিল। মাগ্রে তাদের সঙ্গে যেতে রাজি হলেও, শেষ মুহূর্তে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সে ভেশওয়া নদীতে ঝাঁপ দেয়। ভিডিওতে দেখা যায়, মাগ্রে সাঁতার কাটার চেষ্টা করছিল, তবে প্রবল স্রোতের কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করা হয়।

ঘটনার পর, কিছু মানুষ ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। সুরক্ষা বাহিনী পরিষ্কার করেছে যে, তারা মাগ্রের মৃত্যুর জন্য দায়ী নয়। ঘটনাটি দুর্ভাগ্যজনক হলেও, তাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রচার করা উচিত নয়।

এদিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেছেন যে, মাগ্রের মৃত্যু নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে। তিনি একটি পোস্টে বলেন, "কুলগামে আরও এক মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়েছে, যার পেছনে কিছু রহস্য লুকিয়ে থাকতে পারে। স্থানীয়রা দাবি করছেন, সেনাবাহিনী মাগ্রেকে দুই দিন আগে তুলে নিয়ে গিয়েছিল এবং এখন তার মৃতদেহ নদীতে ভেসে উঠেছে।"

তথ্যসূত্রঃ https://www.ndtv.com/india-news/video-jammu-and-kashmir-man-who-helped-terrorists-jumps-into-river-to-flee-from-army-drowns-8330074#pfrom=home-ndtv_topscroll

মারিয়া

আরো পড়ুন  

×