
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বাণিজ্যযুদ্ধে নতুন মাত্রা যোগ করলেন, নিশানায় রেখেছেন বিদেশে নির্মিত চলচ্চিত্রগুলোকে।
রবিবার (০৫ মে) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া 'বিদেশে নির্মিত যেকোনো চলচ্চিত্রের উপর' ১০০% শুল্ক আরোপে তিনি বাণিজ্য বিভাগ ও মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে অনুমোদন দিয়েছেন।
তিনি লেখেন, “আমেরিকার চলচ্চিত্র শিল্প খুব দ্রুত মারা যাচ্ছে।” অন্যান্য দেশগুলো বিভিন্ন রকম প্রণোদনার মাধ্যমে নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলোকে আমেরিকা থেকে সরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার ভাষায়, “এটা অন্য দেশগুলোর একটি সম্মিলিত চেষ্টা, যা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি। এটা শুধু অর্থনৈতিক নয়, বরং বার্তাবাহকতা ও প্রচারণার বিষয়ও।”
যদিও এই ধরনের শুল্ক কীভাবে কার্যকর করা হবে, তা এখনও পরিষ্কার নয়। কারণ, অনেক বড় ও ছোট বাজেটের সিনেমাই যুক্তরাষ্ট্র ও বিদেশ—দু’জায়গাতেই নির্মিত হয়। যেমন, আসন্ন ‘Mission: Impossible – The Final Reckoning’-এর শুটিং হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
সারা বিশ্বের নানা প্রণোদনার কারণে চলচ্চিত্র নির্মাণ অনেক আগেই ক্যালিফোর্নিয়া থেকে সরে গিয়ে কানাডা, যুক্তরাজ্যের মতো দেশে চলে গেছে। তবুও, যুক্তরাষ্ট্রের সিনেমা হলে দেশীয় প্রযোজিত ছবিই এখনও আধিপত্য বজায় রেখেছে।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের ঘোষণাটি মার্কিন চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মুমু