ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নড়াইলে বিচারবিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

রিফাত-বিন-ত্বহা, নড়াইল

প্রকাশিত: ১৩:১৭, ৫ মে ২০২৫; আপডেট: ১৩:১৯, ৫ মে ২০২৫

নড়াইলে বিচারবিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

ছবি: দৈনিক জনকন্ঠ

স্বতন্ত্র নিয়োগবিধি ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ চেয়ে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার উদ্যোগে ২ ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। 

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আলাদত চত্বরে এই কর্মসূচি পালন করে। 

কর্মবিরতি পালনকালে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, মো: মাহমুদুল হাসান, মো: মাজেদুল হাসান, মাহমুদুল হাসান সহ অনেকে। 

বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের দাবি করেন। 

মিরাজ খান

×