ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাসনাতের ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৫১, ৫ মে ২০২৫; আপডেট: ১৭:৫২, ৫ মে ২০২৫

হাসনাতের ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৫ মে) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা ৫৪ জনকে শনাক্ত করে ধরে ফেলেছি। সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যাতে ভবিষ্যতে কেউ এমন কিছু ঘটানোর আগেই তাদের আইনের আওতায় আনা যায়। আপনারা দেখবেন, ধীরে ধীরে এই ধরনের ঘটনার হার কমে আসবে।”

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম আরও বলেন, “আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় আমরা আগাম তথ্য সংগ্রহ করে এ ধরনের অপচেষ্টা আগেই ঠেকাতে সক্ষম হব। এখন থেকে যারা এ ধরনের সহিংসতায় জড়াতে চাইবে, তাদের প্রতি আমাদের বার্তা একটাই—কাউকে ছাড় দেওয়া হবে না।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=h7u0WPg3gis

আবীর

আরো পড়ুন  

×