
বিরল প্রজাতির পেঁচা উদ্ধার
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় পড়ে থাকা অবস্থায় বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার বিকেলে বন বিভাগের একটি দল পেঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, দুপুরে ভবনের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পেঁচাটিকে পড়ে থাকতে দেখে। বিষয়টি তিনি বন বিভাগকে জানালে জোরারগঞ্জ বিট অফিসার হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেঁচাটিকে উদ্ধার করে। বন বিভাগের জোরারগঞ্জ বিট অফিসার হাসানুজ্জামান বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পেঁচাটিকে উদ্ধার করি।