ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে বৈধপথে জনশক্তি নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২২:৪৩, ৫ মে ২০২৫

বাংলাদেশ থেকে বৈধপথে জনশক্তি নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ থেকে বৈধ পথে জনশক্তি নিতে আগ্রহী ইতালি। সোমবার (০৫ মে) সচিবালয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশের প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা চাওয়া হলে ইতালি সম্মতি দিয়েছে।

একটু ভালো করে বাঁচা এবং একটু বেশি রোজগারের আশায় দেশের অনেকেরই পছন্দের গন্তব্য ইতালি। এজন্য কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেন। এভাবে পার হতে গিয়ে প্রাণও হারাচ্ছেন কেউ কেউ। তাই বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি।

বর্তমানে ইতালিতে যেতে আগ্রহী প্রায় ৫০ হাজার বাংলাদেশির ভিসা প্রক্রিয়া আটকে আছে। এমন বাস্তবতার মধ্যেই ঢাকা সফরে এসেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহ নানা ইস্যু উঠে আসে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈধপথে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ইতালি। ইতালিতে বসবাস করা যেসব বাংলাদেশির বৈধতা নেই, তাদেরও বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ইতালি নতুন করে লোক নেবে, কিন্তু প্রপার চ্যানেলে যেতে হবে—একটা লিগাল মাইগ্রেশন, লিগালভাবে ভিসা নিয়ে।"

তিনি আরও বলেন, "অন্য দেশের ভিসা নিয়ে গিয়ে সাগর পাড়ি দিয়ে যেন কেউ ইতালিতে না যায়। যদিও ইতালির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি, তবে আমি তাদের অনুরোধ করেছি—যারা ইতোমধ্যে এভাবে গেছেন, তাদের যেন বৈধতা দেওয়া হয়।"

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোস্টগার্ড, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের বিষয়ে সহযোগিতা বাড়ানোর অনুরোধ করলে ইতালি সম্মতি দেয়।

সূত্রঃ https://youtu.be/NfdfTVoNkQc?si=YyAiDV_3g6NY8ZHE

ইমরান

×