
ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে বার্সেলোনার ফুটবলাররা
সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান। ৩০ এপ্রিল বার্সার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বৈরথ ৩-৩ গোলে ড্র হয়েছিল। যে কারণে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়-পরাজয়ের বিকল্প নেই ফাইনালিস্ট খুঁজে পেতে। এ লক্ষ্যেই আজ রাত ইতালির মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও বার্সেলোনা। দু’দলই জয় দিয়ে ফাইনালে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে।
এই ম্যাচের আগে চোটে থাকা পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কিকে ফিরে পেয়েছে বার্সেলোনা। তবে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও তিনি শুরুর একাদশে ধাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠার শেষ চেষ্টায় মাঠে নামার আগে অনেক বড় সুখবর পেয়েছে বার্সেলোনা। দলের সেরা স্ট্রাইকার ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লেভা স্কোয়াডে ফিরেছেন। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে রোমাঞ্চকর জয়ের ম্যাচে পায়ে চোট পান লেভা।
ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, তার ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। তবে ধারণার আগেই খেলতে প্রস্তুত পোলিশ তারকা। এবারের লা লিগায় সর্বোচ্চ ২৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন লেভানডোস্কি। এর মধ্যে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার।
ইউরোপ সেরার মঞ্চে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি লেভা। গত সপ্তাহে ঘরের মাঠে শুরুর দিকেই দুই গোলে পিছিয়ে পড়ার পর এবং পরে আরেকবার পিছিয়ে পড়া বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে। তবে এবারের লড়াই প্রতিপক্ষের মাঠে হওয়ায় সবকিছুই কঠিন হবে বার্সেলোনার জন্য।
তবে প্রথম লেগে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল যে পারফরমেন্স প্রদর্শন করেন তার ভূয়সী প্রশংসা এখনো চলছে। ফিরতি লেগেও তার দিকে চেয়ে থাকবে কাতালানরা। স্বয়ং বার্সেলোনার টিনএজ উইঙ্গার ইয়ামালের প্রশংসা করেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। তিনি বলেন, তার মত খেলোয়াড় ৫০ বছরে একবারই জন্ম নেয়।