
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন পর চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে চাঙ্গা হয়ে উঠেছে দলের নেতাকর্মীরা। রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলায় পর্যন্ত দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ। বিএনপির পতাকা, মনোগ্রাম ও দলের প্রতীকসম্বলিত সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েকগুণ।
সোমবার (৫ মে) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়, নেতাকর্মীদের ভিড়।
একজন বিএনপি কর্মী বলেন, বিএনপির সাথে আমার আবেগ জড়িত, অনুভূতি জড়িত। বেগম জিয়া দেশে ফিরতেছেন তাকে আমরা সাদরে গ্রহণ করার জন্য নোয়াখালী থেকে এসেছি।
নয়াপল্টনের এক দোকানদার জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরতেছে তাই সারা দেশের মানুষই উৎসাহী। এখানে দোকানে ব্যাচ, টুপি, ক্যাপ, পতাকাসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতেছি।
দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত অভ্যর্থনার প্রস্তুতি চলছে জোরেশোরে।
রিফাত