
ছবি: সংগৃহীত।
জুলাই আন্দোলনের অগ্রনায়ক ও তরুণ রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহর ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
তিনি আজ ৫ই মে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে মুহাম্মদ সাইফুল্লাহ লিখেন, “শারীরিক আক্রমণের আগেই যারা অনলাইনে ধারাবাহিকভাবে অপপ্রচার ও কটাক্ষ চালিয়েছে, তারা এই হামলার প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে সরাসরি দায়ী। তাদের আক্রোশের মূল কারণ—হাসনাতের অকুতোভয় অবস্থান, যা দেশের মুসলমান জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে নিবেদিত।”
তিনি আরও বলেন, “যারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চায় এবং ইসলাম ও দেশের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর সর্বাত্মক আক্রমণ চালাচ্ছে—তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর সময় এসেছে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, “হাসনাত আব্দুল্লাহসহ ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
নুসরাত