ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট শক্তি আছে বলেই হাসনাতের উপর আক্রমণ: মাহমুদুর রহমান

প্রকাশিত: ১৬:২০, ৫ মে ২০২৫; আপডেট: ১৬:২১, ৫ মে ২০২৫

বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট শক্তি আছে বলেই হাসনাতের উপর আক্রমণ: মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ হামলাকে তিনি একটি সুপরিকল্পিত ফ্যাসিবাদী চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেন এবং এই ঘটনার সঙ্গে নিজের পূর্ববর্তী অভিজ্ঞতার মিল টানেন।

তিনি বলেন, “হাসনাত আব্দুল্লাহ আমাদের এই বিপ্লবী তরুণ নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ মুখ। তার ওপর গতকাল যে হামলা হয়েছে, এটি আমার ওপর ২০১৮ সালে কুষ্টিয়া আদালত চত্বরে হওয়া হামলার পুনরাবৃত্তি বলেই আমি মনে করি। সেদিন আমি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলাম, আজ হাসনাতও তেমনই বেঁচে গেছেন। এর অর্থ হচ্ছে—ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো বাংলাদেশে সক্রিয়।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের সেই হামলার প্রধান নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এ বিষয়ে প্রমাণ রয়েছে—ঘটনার সময় আব্দুল্লাহ আমার সঙ্গে ছিলেন এবং পুরো হামলার দৃশ্য ফেসবুকে লাইভ করেন। ওই দৃশ্য আজও ইউটিউবে খুঁজে পাওয়া যায়।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, “সেদিন ফখরুল সাহেব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাকে বাঁচাতে। কিন্তু মন্ত্রীর উত্তর ছিল—‘এটা উপরের নির্দেশ, আমার কিছু করার নেই।’ এর মানে, হামলার নির্দেশ এসেছিল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার আসল রূপ জাতির অনেকেই এখনো বুঝে উঠতে পারেননি। তাই আজও অনেকে তাঁর শাসনের সঙ্গে অতীত সরকারের তুলনা করেন, যা একধরনের বৈধতা দান করে ফ্যাসিবাদকে। শেখ হাসিনার শাসনের সঙ্গে কোনো আমলেরই তুলনা চলে না। যদি এখনও আমরা সেটা বুঝতে না পারি, তবে আমাদের রাজনৈতিক শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=YnDQW6OV05U

আবীর

×