
ছবি: সংগৃহীত
উত্তর-ভারতের ছেলেমেয়েদের নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে যে বিদ্বেষ ঢুকে রয়েছে তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী চুম দারাং। বিগ বস ১৮-তে অংশগ্রহণ করে নজর কেড়েছিলেন অরুণাচল প্রদেশের মেয়ে চুম দারাং। সম্প্রতি 'খউফ' সিরিজে অভিনয় করেছেন চুম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চুম নিজের মনের কথা শেয়ার করেছেন, তবে তা অত্যন্ত দুঃখজনক।
বর্ণবিদ্বেষ ও জাতিবিদ্বেষের শিকার হয়েছেন চুম দারাং। দীর্ঘদিন ধরেই নানা ধরনের কটূক্তি শুনতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে মনের কথা শেয়ার করেছেন ভারতের প্রথম সূর্যের কিরণ দেখতে পাওয়া রাজ্যের মেয়ে। উত্তর-পূর্ব ভারতের ছেলেমেয়েদের নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে যে বিদ্বেষ ঢুকে রয়েছে তা ফুটে উঠেছে চুমের কথায়।
জাতিবিদ্বেষের শিকার চুম বলেছেন, 'আমি গোটা জীবন ধরে বিদ্বেষের শিকার হয়েছি, কিন্তু এ নিয়ে গভীরে আলোচনা করতে চাই না। কারণ মনে হবে আমি নিজেকে ভিকটিম সাজাচ্ছি। বহু মানুষ এখনও বিদ্বেষ ও সমানাধিকার নিয়ে জাগ্রত নন।'
চুম আরও বলেন, 'আমি যখনই বলতাম, আমি অরুণাচলের মেয়ে, তার মানে একটাই যে আমি ভারতীয়। আপনি যদি বার বার আমাকে এটা নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনার নিজের লজ্জা পাওয়া উচিত। আপনি যেমন রোজ জাতীয় সঙ্গীত গান, আমিও গাই। আমি একজন গর্বিত ভারতীয়।'
চুমের আক্ষেপ, করোনার সময়ের পর অনেকেই তাঁকে 'মোমো' ও 'করোনাভাইরাস' নামে ডাকত। তিনি জানিয়েছেন, প্রথম প্রথম এ নিয়ে মন খারাপ হলেও, এখন এগুলো তাঁকে আর ছোঁয় না।
২০১৮ সালে মুম্বাই আসেন চুম। সেই বছরে বিউটি পেজেন্টের মঞ্চ থেকেই অন্য খাতে বাঁক নেয় চুমের জীবন। প্রথমে 'পাতাললোক', তারপর পরিচালক হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত 'বধাই দো' ছবিতে দ্বিতীয় ব্রেক। যদিও সহজেই সুযোগ পাননি তিনি। তিন-তিনবার অডিশনের পর অবশেষে সুযোগ। শেষ পর্যন্ত 'রিমঝিম'র চরিত্র অর্জন।
বলিউডের অরুণাচল গার্ল। জন্ম পাসিঘাটে। সেখানেই 'ক্যাফে চু' নামের ছোট্ট একটি কফিশপ রয়েছে চুমের। নিজভূমে চুম পরিচিত একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। নিজের কাজের জন্য সরকারিভাবে সম্মানিতও হয়েছেন চুম।
শহীদ