ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হকারদের জ্বালায় অতিষ্ঠ জনতা, এবার নামল প্রশাসন!

আবিদুর রহমান নিপু, ফরিদপুর 

প্রকাশিত: ২৩:০৭, ৫ মে ২০২৫

হকারদের জ্বালায় অতিষ্ঠ জনতা, এবার নামল প্রশাসন!

ছবি: জনকণ্ঠ

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে যানজটমুক্ত করা হয়েছে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে ব্রিজটিকে হকারমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়।

এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের ভাষায়, যথাযথ কর্তৃপক্ষ যদি নিয়মিত ব্যবস্থা নেন, তাহলে এ ব্রিজে চলাচল স্বাভাবিক রাখা সম্ভব। নতুবা এটি দু'পায়ে চলাচলের জন্যও দুঃসাধ্য হয়ে পড়ে।

উল্লেখ্য, এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে হকারদের দখল, ভ্রাম্যমাণ দোকান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব এবং নিরাপত্তাহীনতার কারণে এটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।

বিশেষ করে হকাররা প্রায় ব্রিজের অর্ধেক জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন, ফলে পুরো ব্রিজজুড়েই যানজট লেগে থাকত। এর ফলে ইভটিজিং ও পকেটমারের মতো অপরাধ ঘটার সুযোগ তৈরি হতো।

এই পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে পুলিশ প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, এসআই রেজাউল ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাভলু, সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খান এবং অন্যান্য সদস্যবৃন্দ।

তারা জানান, এই গুরুত্বপূর্ণ ব্রিজটিকে যানজটমুক্ত রাখতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। তবে, সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ব্রিজটির সংস্কার বা পুনঃনির্মাণ জরুরি, নতুবা ভবিষ্যতে বড় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই, ব্রিজটির দ্রুত মেরামত বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী।

শহীদ

×