
ছবিঃ সংগৃহীত
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যু এবং রাখাইন রাজ্য সম্পর্কিত ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের মিয়ানমার বা রাখাইন রাজ্য নিয়ে কোনো প্রক্সি যুদ্ধের মধ্যে জড়ানো হচ্ছে না। পাশাপাশি, রাখাইনের সঙ্গে করিডর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি; তবে হিউম্যানিটারিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
এছাড়া, নিরাপত্তা উপদেষ্টা মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
রাজধানীর ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) এ আয়োজিত একটি সেমিনারে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ড. খলিলুর রহমান বলেন, রাখাইনে কোনও অস্ত্রবাহী করিডর তৈরি করা হবে না, এবং সহায়তার বিতরণে কোনো ধরনের বৈষম্য করা হবে না। তিনি ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডার ব্যাপারে সতর্ক করে দেন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়।
এছাড়া, তিনি জানান, বাংলাদেশ মিয়ানমারের সামরিক সরকার সঙ্গে আলোচনার মাধ্যমে সামরিক বিষয়ের পাশাপাশি মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে, তিনি এও পরিষ্কার করেছেন যে, বাংলাদেশ কখনোই মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানবে না।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মিয়ানমারের পরিস্থিতি যাই হোক না কেন, রাখাইনের আঞ্চলিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের উদাহরণ দিয়ে আশা প্রকাশ করেন যে, একদিন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং রোহিঙ্গাদের মানবাধিকার পুনঃস্থাপিত হবে।
এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরা, সরকারি কর্মকর্তারা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভরা।
মারিয়া