
ছবিঃ সংগৃহীত
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা ১৩ বছরে পা দিয়েছ। আরাধ্যার পর বচ্চন পরিবারে আর কোনো অতিথি আসেনি। তবে অভিনেতা রিতেশ দেশমুখ তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’ তে এ বিষয়ে অভিষেক বচ্চনকে প্রশ্ন করার পর থেকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন গুঞ্জন।
তবে গত বছর আম্বানিদের বাড়ির বিয়েতে এ দম্পতির আলাদা আসা ও দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই নামে নিজের পরিচয় দেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। তবে এ ঘটনার পরে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেকের উপস্থিতিতে যেন সেই জল্পনায় পানি ঢেলে দেওয়া হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়, অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজি ‘এ দিয়ে শুরু, কেবল জয়া আন্টিই আলাদা হয়ে গেল। উত্তরে অভিষেক জানান, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো অক্ষর বদল হবে। তখন রিতেশ প্রশ্ন করেন, তার মানে কি আরাধ্যার পর নতুন অতিথি আসছে? এর উত্তরে অভিষেক লাজুক হেসে বলেন, ‘তোমার থেকে বয়সে বড়, সম্মান দাও সেটার। বয়সটা তো দেখতে হবে নাকি।’
এ খুনসুটিতে বোঝা যায়, এ দম্পতি এখনো একসাথে আছেন। মেয়ের জন্যই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে রয়েছেন তারা।
আরশি