ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আমার কথা শুনলে বিপদে পড়তো না সাকিব: হাফিজউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৬:৩৪, ৩ মে ২০২৫

আমার কথা শুনলে বিপদে পড়তো না সাকিব: হাফিজউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান একবার তার বাসায় এসেছিলেন রাজনৈতিক পরামর্শ নিতে।

তিনি বলেন “সামরিক বাহিনীর এক কর্মকর্তা, যিনি আমার পরিচিত, তিনি একদিন সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন। সাকিবের সঙ্গে আমার আগে থেকে কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না—টেলিভিশনে খেলার মাধ্যমে তাকে চিনতাম। সেই কর্মকর্তা বলেন, সাকিব আপনার সঙ্গে দেখা করে কিছু পরামর্শ নিতে চায়। আপনি তো অনেকদিন পলিটিক্সে আছেন।”

হাফিজউদ্দিন বলেন, “আমি বললাম, আমি তো বিরোধী দলে আছি। নিশ্চয়ই সে বিরোধী দলে আসার জন্য আসেনি। তিনি বলেন, না, সে আসবে। পরে সাকিব আমার বাসায় আসে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি। এক পর্যায়ে আমি তাকে একটি উপদেশ দিই, যেটা সে গ্রহণ না করে আজ বিপদে পড়েছে।”

তিনি বলেন, “আমি তাকে বলেছিলাম—যা করো, আওয়ামী লীগে যেও না। কথাটা শুনে সাকিব কিছুটা বিমর্ষ হয়ে পড়ে। তার ধারণা ছিল, আওয়ামী লীগে গেলে সে মন্ত্রী হবে, এমপি তো হবেই। তখন আমি তাকে বলি—দেখো, আমিও একসময় তোমার মতো খেলোয়াড় ছিলাম। পাকিস্তান জাতীয় দলে খেলার সময় আমি একমাত্র বাঙালি ছিলাম। তখনও অনেক সুযোগ ছিল, কিন্তু আমি খেলোয়াড় অবস্থায় রাজনীতিতে যাইনি। আমি তাকে পরামর্শ দিই—তোমার অনেক নাম হয়েছে, বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে তুমি বহু বছর ধরে পরিচিত। এখন রাজনীতিতে যেও না। আর যদি যাও, এই দলটি (আওয়ামী লীগ) বেশিদিন থাকবে না।”

হাফিজউদ্দিন আরও বলেন, “সাকিব তখন কিছু না বলে চুপচাপ থাকে। কিছুক্ষণ পর বিদায় নেয়। আমি মনে করি, যদি সে আমার কথা শুনত, তাহলে আজ ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারত। এখন সে এমন এক রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, যেটিকে আমি বলব—‘আমি-ডামি’ নির্বাচনের অংশ।”

উল্লেখ্য, হাফিজউদ্দিন আহমেদ ছয়বারের সংসদ সদস্য এবং বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=8cGeRMtGVaw

আবীর

×