
ছবি: সংগৃহীত
আধুনিক শহুরে জীবনে ঘোড়ার গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। তবে যে কয়টি এখনও রয়ে গেছে, সেগুলোর প্রতি মানবিক আচরণের ঘাটতি চোখে পড়ছে বারবার। তারই এক মর্মান্তিক উদাহরণ উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে লুটিয়ে পড়ে এক ক্লান্ত, দুর্বল ঘোড়া। রাস্তায় অচেতন হয়ে পড়া ঘোড়াটিকে জোর করে চড়-থাপ্পড় মেরে তুলতে চেষ্টা করেন চালক।
এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের ঝড়। পশু অধিকার সংস্থা ‘PETA India’ এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জানায়, ঘোড়াগুলো দীর্ঘদিন ধরে অনাহারে, জলবিহীন অবস্থায় অত্যাচার সহ্য করছে। তারা কোনোভাবেই বিনোদনের মাধ্যম হতে পারে না।
সংগঠনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশুসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ ও কলকাতা পুলিশকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে ঘোড়াগাড়ির পরিবর্তে পরিবেশবান্ধব ইলেকট্রিক যান চালুর ব্যবস্থা নিতে এবং নির্যাতিত ঘোড়াটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠাতে।
ঘটনার ভিত্তিতে ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। ঘোড়াটি বর্তমানে চিকিৎসাধীন ও পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বলিউড তারকারাও। অভিনেত্রী আলিয়া ভাটের বোন এবং প্রযোজক পূজা ভাট সামাজিক মাধ্যমে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
ঘোড়ার প্রতি এমন অবহেলা শুধু কলকাতায় নয়, ঢাকাতেও প্রায়শই দেখা যায়। পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা ছাড়াই ঘোড়াগুলোকে টানা পরিশ্রম করতে বাধ্য করা হয়। নেটিজেনরা ঐতিহ্য টিকিয়ে রাখার আড়ালে এমন অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=eGGdRkCkUQE
রাকিব