
প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা
আবার বাংলাদেশে রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের ওপর আগে ছিল সেদেশের সেনাবাহিনীর (তাদমাদু) নির্মম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা। বর্তমানে চলছে একই স্টাইলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিপীড়ন নির্যাতন। ফলে সাম্প্রতিক সময়গুলোতে রোহিঙ্গাদের পালিয়ে আসা অব্যাহত রয়েছে।
বর্তমানে প্রতিদিন দালালদের মাধ্যমে যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে, এতে করে সহসা রোহিঙ্গাদের ঢল নামার সমূহ আশঙ্কা করা হচ্ছে। আরও ধারণা পাওয়া যাচ্ছে, যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে আগামীতে রাখাইন রাজ্য রোহিঙ্গা শূন্য হয়েও যেতে পারে। রাখাইন রাজ্য রোহিঙ্গা শূন্য করার কূট কৌশল ছিল মিয়ানমারের জান্তা সরকারের। তারা অনেকাংশে সফল হয়েছে। বর্তমানে অবশিষ্ট সম্পন্ন করার জন্য আরাকান আর্মি উঠে পড়ে লেগেছে বলে প্রতীয়মান হচ্ছে।
বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে এ পর্যন্ত আশ্রয় নিয়েছে ১৫ লাখেরও বেশি। অপরদিকে, সৌদি আরবে ৬ লাখ, মালয়েশিয়ায় আড়াই লাখ, পাকিস্তানে আড়াই লাখ এবং ভারতে ৫০ হাজার রোহিঙ্গা রয়েছে। বর্তমানে রাখাইন রাজ্যে রোহিঙ্গা বসতি রয়েছে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ। এদের অধিকাংশ নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হয়ে আছে। ফলে এরা পালানোর পথ খুঁজছে। যারা সুযোগ পাচ্ছে সহজে বাংলাদেশে চলে আসছে। আবার অনেকে সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এমনকি সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত পাড়ি জমাতে তৎপর রয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসার যে ঢল সৃষ্টি হয়েছিল অনুরূপভাবে আবারও রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঢল নামতে পারে বলে আগাম সতর্কতা দিচ্ছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) দপ্তর। এ দপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ২০২৪ সালের মে থেকে জুলাই মাসে অধিক সংখ্যক রোহিঙ্গারা পালিয়ে এসেছে বাংলাদেশে।
এরপর থেকে প্রতিদিন ছোট বড় বিভিন্ন সংখ্যার রোহিঙ্গা দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসছে। একদিকে সীমান্ত পেরিয়ে আসার সুযোগ, অন্যদিকে আশ্রয় ও ত্রাণ সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়ে থাকার কারণে দলে দলে রোহিঙ্গারা রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশমুখী হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রগুলোর অভিমত রয়েছে। তবে পালিয়ে আসা রোহিঙ্গাদের বক্তব্য হচ্ছেÑরাখাইনে আরাকান আর্মির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা পালিয়ে আসছে।
ইতোপূর্বে মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে সে রাখাইন রাজ্যে সে দেশের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এ এ) প্রায় ৯০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রাখাইনে ১৭টি শহর সম্পূর্ণ আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর সেখানে বসবাসরত রোহিঙ্গাদের ওপর চলছে নির্যাতন, হত্যা, গুমসহ নানামুখী নির্যাতন। গত দেড় বছরেরও বেশি সময়ে প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পালিয়ে এসেছে।
আরআরআরসি দপ্তর মতে প্রতিদিন কখনো ৫০ থেকে ১০০, কখনো ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কখনো এদের বাধা দিয়ে পুশব্যাক করছে। পুশব্যাক হয়ে রোহিঙ্গাদের ক্ষুদ্র ক্ষুদ্র দল আবার অন্য পথে সীমান্ত অতিক্রম করে চলে আসছে।
সূত্র জানিয়েছে, একদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসার সুযোগ, অপরদিকে আশ্রিত হয়ে ত্রাণ সুবিধার আওতায় চলে আসার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসতে উদ্বুদ্ধ হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গারা জানাচ্ছে, তারা রাখাইন রাজ্যে নিরাপত্তার অভাবে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। ওপারে আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তাদের ঘরবাড়ি জ¦ালিয়ে দিচ্ছে বলে অভিযোগ আনছে নতুন করে ঢুকে পড়া রোহিঙ্গারা। তারা ক্যাম্প নং-১৩, ১৪, ১৭, ১৮ ও কুতুপালং বিশাল ক্যাম্পের বিভিন্ন আশ্রয় শিবিরে এইসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দেওয়া অব্যাহত রেখেছে।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তারা বদ্ধপরিকর। টহলদলের চোখে পড়লে রোহিঙ্গাদের পুশব্যাক করে চলছে। খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পে আশ্রিত এক শ্রেণির রোহিঙ্গা ও কিছু স্থানীয় দালালের মাধ্যমে রোহিঙ্গারা কৌশলে দেশে ঢুকে পড়ছে। বিশেষ করে তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে স্বজনদের সহায়তায় নিজেদের ঠাঁই করে নিচ্ছে।
টেকনাফের শাহপরীর দ্বীপ, উলুবনিয়া, থাইংখালীর রহমতেরবিল, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু, বাইশারী, চাকমাপাড়া, উত্তরপাড়া ও ভাজাবনিয়া ইত্যাদি সীমান্ত পয়েন্ট দিয়ে নতুন করে রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়ছে।
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক ॥ এদিকে, নোয়াখালীর ভাসানচরের ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে আটক করেছে র্যাব।